রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির শোক
প্রকাশিত : ২১:৫৪, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রাষ্ট্রপতি: সোমবার (২১ জুলাই) বিকেলে দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন।
প্রধান উপদেষ্টা: এদিকে শোক বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্য সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি বেদনাদায়ক ঘটনা।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি জানান, সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, দুর্ঘটনার কারণ জানতে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে এবং সহায়তার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধান বিচারপতি: অপর এক শোক বার্তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারিসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
এছাড়া তিনি সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নেয়ার এবং প্রয়োজনীয় সহযোগীতার জন্যও নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, আজ দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর সামান্য কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারনে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন